ঢাকাMonday, 14 April 2025, 1 Boishakh 1432

রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেলো শিশু হকারের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ , ০৫:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় সুমন (৮) নামে এক শিশু হকারের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমন বাসে হকারি করে নামাজ শিক্ষার বই বিক্রি করতো। বাবা আলমগীর মারা যাওয়ার পর মা লাবনী আক্তারের সঙ্গে গুলিস্তান স্টেডিয়াম এলাকায় থাকতো সে।

বিজ্ঞাপন

জানা গেছে, আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল সুমন। সেখানে জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এ সময় বিআরটিসির একটি দ্বিতল বাস কাউন্টারে রাখার জন্য পেছনের দিকে গেলে দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় সুমন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |